মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

পরিসংখ্যান নিয়ে কিছু কথা




ফলিত গনিতের খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা পরিসংখ্যান। কম্পিউটারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করে বা করবেন তাদের কাছেও অপরিহার্য একটা বিষয় এটি। যারা পরিসংখ্যান নিয়ে কাজ করেন তাদের বলা হয় পরিসংখ্যানবিদ। উপাত্ত বিশ্লেষণ,  সিদ্ধান্ত গ্রহণ ,উপাত্ত ব্যাখ্যা ইত্যাদি নিয়ে কাজ করাই হলো একজন পরিসংখ্যানবিদের কাজ।

গুগল সার্চ ইঞ্জিন অন্য সকল সার্চ ইঞ্জিন থেকে উন্নত হওয়ার একটা কারণ হলো পরিসংখ্যানের সফল প্রয়োগ। হাজারো উপাত্ত থেকে সঠিক উপাত্ত খুজে বের করতে অন্য সকল সার্চ ইঞ্জিন হতে অনেকাংশে স্মার্ট সার্চ ইঞ্জিন গুগল। যেভাবে গুগল কোন উপাত্ত খুজে বের করে, তা পরিসংখ্যানের বিভিন্ন সূত্র, গনিতের মাধ্যমে গুগলকে শিখিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজে এর ব্যাবহার গুরুত্বপূর্ণ।

উকিপিডিয়াতে পরিসংখ্যানের চমৎকার একটি সঙ্গা দেওয়া আছে। তাই কোন সঙ্গা দেওয়ার প্রয়োজন মনে করলাম না। সঙ্গাটি নিম্নরূপ : “Statistics is the study of the collection, organization, analysis, interpretation, and presentation of data. [1][2] It deals with all aspects of this, including the planning of data collection in terms of the design of surveys and experiments .[1] "। 

পরিসংখ্যান সাধারণ দুই ধরনের। একটা হলো বর্ণনামূলক পরিসংখ্যান ( Descriptive statistics)  আরেকটা হলো সিদ্ধান্তমূলক পরিসংখ্যান ( Inferential Statistics )। এই দুইটি বিষয়ই আপনাদের ভালো ভাবে জানতে হবে, যদি শিখতে চান। 

পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলে নেই, যা না জানলেই নয়। Data Collection , Probability , Probability distribution , Sampling distribution , Correlation and Regression , data analysis ইত্যাদি পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ জিনিস। পরিসংখ্যানের জগতে আসার আগে অবশ্যই এগুলো জানতে হবে। 

বাংলায় পরিসংখ্যানের মৌলিক বিষয়গুলো শিখতে পরবেন : http://www.shikkhok.com/কোর্স-তালিকা/পরিসংখ্যান-পরিচিতি/  , এখানে।

আর ইংরেজীতে : https://www.udacity.com/course/intro-to-statistics--st101 , এখানে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন