মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

মূল্যবোধ ও প্রোগ্রামার

জ্ঞানী - গুনী প্রোগ্রামারেরা আমার মতো নতুনদের প্রোগ্রামার হতে যে জিনিসটা প্রথমে পরিবর্তন করতে বলে তা হলো মন - মানুষিকতা ও মূল্যবোধ। মুল্যবোধের সাথে সৃজনশীল চিন্তাধারার কথাও যুক্ত করে দেন। না জেনে কোন বিষয়কে বিশ্বাস করার মতো ভয়ংকর অভ্যাস থেকে মুক্ত থাকতে বলেন।

কেউ যদি ভুলেভরা রাশিফল - এ বিশ্বাস করে আবার প্রোগ্রামারও হতে চায়, তাহলে বিষয়টা অনন্যরূপে রুপান্তরিত হতে পারে। সে প্রোগ্রামার হতে পারবে কিন্তু আমরা তার থেকে কাঙ্ক্ষিত প্রোগ্রাম পাবো না। তার প্রোগ্রামও হবে ভুলেভরা রাশিফল এর মতো।


অতএব, আমাদের চিন্তাধারা, মূল্যবোধ ও বিশ্বাস এই তিনটি বিষয়কে পরিবর্তন করে প্রোগ্রামিং এর জগতে আসতে হবে। আমাদের পরিবর্তন করতে হবে , অভ্যাস এ পরিণত হওয়া রুটিন চক্রকে। আমাদের সর্বদা প্রোগ্রামারদের ফলো করতে হবে, অন্য কোন ব্যাক্তিকে নয়। পাশে বসা বন্ধুটির তিনটা প্রেমিকা আছে নিজের একটাও নাই - এই রকম ভিত্তিহীন বিষয়কে নিয়ে আপসোস করা যাবে না। আপসোস করতে হবে তখন, যখন পাশে বসা বন্ধুটির প্রোগ্রাম নিজের প্রোগ্রাম হতে ক্ষমতাশালী হবে। অতৎপর, নিজেকে প্রোগ্রামিং - এ আসক্ত করতে হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন